ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


খালেদা জিয়ার আইনজীবী হওয়ার আগ্রহ প্রকাশ করলেন ড. কামাল


৮ জানুয়ারী ২০২০ ০৪:৩৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে কোনো অনভিপ্রেত ঘটনা ঘটলে সরকারকেই সম্পূর্ণ দায়ভার নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের চরম অবনতি ঘটেছে, চিকিৎসার জন্য মুক্তি না দেয়া সংবিধান লংঘন। বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে কোন অনভিপ্রেত ঘটনা ঘটলে সম্পূর্ণ দায় সরকারকেই নিতে হবে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে মতিঝিলে নিজ কার্যালয় জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে তিনি তার এই আগ্রহ প্রকাশ করেন। এসময় বেগম খালেদা জিয়ার জামিনের জন্য আইনি লড়াইয়ের আগ্রহ প্রকাশ করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, জনগণ পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ হয়েছে। ঐক্য সুসংহত করে দাবি আদায় করতে হবে।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না, গণফোরাম নেতা অধ্যাপক আবু সাইয়িদ চৌধুরী, সুব্রত চৌধুরী, ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিকল্পধারা বাংলাদেশের একাংশের সভাপতি অধ্যাপক ড. নুরুল আমিন বেপারী ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

নতুনসময়/আইকে