মুন্সীগঞ্জে আলুখেতে অজ্ঞান অবস্থায় বিএনপি প্রার্থীকে উদ্ধার করল কৃষকরা

মুন্সীগঞ্জে আলুখেতে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে ঢাকা দক্ষিণ সিটির ৪৩ নম্বর ওয়ার্ডে মনোনয়ন বাতিল হয়ে যাওয়া বিএনপি সমর্থিত প্রার্থী মোস্তাফিজুর রহমান ফয়েজকে।
দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের প্রেস সেক্রেটারি খুরশীদ আলম এ তথ্য জানিয়েছেন।
পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় ফয়েজ রোববার সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে তাকে কে বা কারা অপহরণ করে তুলে নিয়ে যায়।
খুরশীদ আলম বলেন, সোমবার ফয়েজকে মুন্সীগঞ্জের সিরাজদীখানের একটি আলু ক্ষেতে পাওয়া যায়।
তিনি জানান, সোমবার সকালে কৃষকরা ক্ষেতে গিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় সেখান থেকে উদ্ধার করেন। ঠিকানা জানতে পেরে গাড়িতে করে ঢাকায় এনে তাকে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। ফয়েজ হাসপাতালের ১১৮ নম্বর কক্ষে চিকিৎসাধীন রয়েছেন ।