ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


নিরপেক্ষ নির্বাচন চায় আওয়ামী লীগ: ওবায়দুল কাদের


৭ জানুয়ারী ২০২০ ০০:৩১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন গ্রহণযোগ্য করতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন, নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতায় প্রস্তুত রয়েছে আওয়ামী লীগ। সোমবার (৬ জানুয়ারি) সকালে সাভার উপজেলা মাঠে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে তিনি এসব কথা বলেন

এসময় তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন চায় আওয়ামী লীগ, এতে হেরে গেলও তাদের ওপর আকাশ ভেঙ্গে পারবে না বলেও জানান তিনি। এসময় তিনি বিএনপির সমালোচনা করে বলেন, বিএনপি নিশ্চিত পরাজয়ের মুখে ইভিএমের বিরুদ্ধে আবোল তাবোল বক্তব্যে দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। তাই তিনি সকলকে সচেতন থাকতে বলেন। এসময় স্থানীয় সাংসদ ও এান প্রতিমন্ত্রী এনামুর রহমান ছাড়াও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নতুনসময়/আইকে