আতিকুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেলেন তাবিথ

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগে মনোনীত মেয়র প্রার্থী আতিকুরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল। শনিবার (৪ জানুয়ারি) ইটিআই ভবনে উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেমের অফিসে তাবিথ আউয়ালের লিখিত অভিযোগ জমা দেন তার প্রতিনিধি মো. জুলহাস উদ্দিন।
তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম শনিবার (৪ জানুয়ারি) সকালে গুলশান-১ পার্কে নির্বাচনী মঞ্চ করে মাইক এবং সাউন্ড সিস্টেম ব্যবহার করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে। এ বিষয়ে বিএনপি প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষ থেকে আমরা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি। অভিযোগ বিষয়ে উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম বলেন, আমরা বিএনপি প্রার্থীর পক্ষ থেকে অভিযোগটি পেয়েছি। সেই এলাকায় ম্যাজিস্ট্রেট যিনি আছেন আমি তার কাছে এটি পাঠাব, সেটি তদন্ত করে প্রতিবেদন দিতে বলব। প্রতিবেদন পাওয়ার পর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
নতুনসময়/আইকে