ফুরফুরা দরবার শরীফে গিয়ে নির্বাচনের জন্য দোয়া চাইলেন আতিক

রাজধানীর মিরপুর দারুস সালাম মার্কাজে ইশাআতে ইসলাম, ফুরফুরা দরবার শরীফে বাৎসরিক ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। এরপর তিনি সেখানে জুম্মার নামাজ আদায় করে উপস্থিত সবার কাছে দোয়া চান। শুক্রবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে তিনি সেখানে উপস্থিত সবার কাছে দোয়া চান।
আতিকুল ইসলাম বলেন, আমারও একটি কওমি মাদ্রাসায় রয়েছে। এ পর্যন্ত ২৭৫ জন কোরআনে হাফেজ হয়ে সেখান থেকে বেরিয়েছে। সামনের মাসে আরো ৩০ জন্য বের হবে। আমার বাবা-মা’র অনেক শখ ছিল আমাকে মাদ্রাসায় পড়াবেন। কিন্তু আমি মাদ্রাসায় পড়তে পারিনি। তবে মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে একটি মাদ্রাসা করতে পেরেছি। আমার অনেক ভালো লাগে ছোট ছোট বাচ্চারা যখন কোরআনে হাফেজ হয়। আমি তাদের সামনে বসে যখন কোরআন তেলোয়াত শুনি তখন নিজেকে খুবই ধন্য মনে করি।’ তিনি বলেন, সামনে একটি বড় চ্যালেঞ্জ আছে, আমাদের ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচন। এজন্য আপনাদের সবার দোয়া প্রয়োজন। যাতে নির্বাচিত হয়ে উত্তর সিটির বাসিন্দাদের আরও ভালো সেবা দিতে পারি।
নতুনসময়/আইকে