ঢাকা শনিবার, ২৩শে আগস্ট ২০২৫, ৯ই ভাদ্র ১৪৩২


বিএনপিকে নির্বাচন থেকে সরাতে ভয়-ভীতি দেখানো হচ্ছে: ইশরাক


৪ জানুয়ারী ২০২০ ০১:২১

ছবি সংগৃহীত

সিটি নির্বাচন ঘিরে ভীতিকর পরিবেশ তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন দক্ষিণের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। শুক্রবার দুপুরে গোপীবাগে গিয়ে দেখা করেন রিটার্নি কর্মকর্তার সাথে।

পরে সাংবাদিকদের কাছে দাবি করেন, সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী নেতাকর্মীদের হয়রানি করছে। চাপ দিয়ে নির্বাচনি মাঠ থেকে আগে থেকে সরাতেই এ ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে বলে অভিযোগ ইশরাকের।

এসময় তিনি, নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত প্রার্থীদের হয়রানি না করার বিষয়ে নির্বাচনের কমিশনের সহযোগিতা চান। জবাবে দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন আশ্বাস দেন, সুনির্দিষ্ট অভিযোগ লিখিত আকারে পেলে ব্যবস্থা নেয়া হবে। নির্বাচন ঘিরে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আশ্বাসও দেন তিনি।