ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


জাতীয় পার্টির জি এম কামরুল ইসলামের মনোনয়ন বাতিল


২ জানুয়ারী ২০২০ ২৩:১৯

ছবি সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ভোটার না হওয়ায় জাতীয় পার্টির প্রার্থী জি এম কামরুল ইসলামের মনোনয়ন অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ের জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে মনোনয়ন যাচাই-বাছাইয়ের পর বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

এসময় জাতীয় পার্টির জি এম কামরুল ইসলাম বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, আপনার মনোনয়নপত্র আমরা দেখেছি। আপনি সিটি করপোরেশনের ভোটার নন। এটা আমরা অনেকবার দেখেছি। এ কারণে আপনার মনোনয়নপত্র আমরা গ্রহণ করতে পারছি না।

রিটার্নিং কর্মকর্তা আরও জানায়, যাদের মনোনয়ন বাতিল হয়েছে, তারা আগামী তিন দিনের মধ্যে বিভাগীয় কমিশনারের কাছে আপিলের আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দিয়েছিলেন সাত জন মেয়র প্রার্থী। শুধু জাতীয় পার্টির প্রার্থী ছাড়া সবাইকে বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বৈধ মেয়র প্রার্থীরা হলেন−আওয়ামী লীগের আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আউয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ, পিডিপির শাহীন খান, এনপিপির মো. আনিসুর রহমান দেওয়ান ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আহম্মেদ সাজেদুল হক।