ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


বাঁচাতে না মারতে চিকিৎসা দিল বুঝলাম না, বললেন ভিপি নুর


১ জানুয়ারী ২০২০ ২০:৫৯

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) কর্তৃপক্ষ ছাড়পত্র দিলেও নিজেকে পুরোপুরি সুস্থ নয় বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর। ঢামেকের চিকিৎসা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। নুর বলেন, ‘সরকারের ইশারায় মেরে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে। বাঁচাতে না মারতে চিকিৎসা দিলো বুঝলাম না।’

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নুরকে হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দেওয়ার পর ঢামেক থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় ভিপি নুর বলেন, ‘হাসপাতালের ট্রিটমেন্ট নিয়ে আমি সন্দিহান। কারণ, আমি পুরোপুরি সুস্থ না। হাসপাতালে ভর্তির প্রথম তিন দিনের চেয়ে শরীরের অবস্থা এখন আরও খারাপ। এখনো নানা জটিলতা আছে।’