ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


ইভিএম নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করলেন আসিফ নজরুল


১ জানুয়ারী ২০২০ ০৫:৪৮

এবার নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রশ্ন তুললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। দেশের সমসাময়িক বিষয় নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সবসময়ই নিজের মতামত ব্যক্ত করেন ড. আসিফ নজরুল। এবারের সিটি কর্পোরেশনের নির্বাচনে ইভিএম মেশিন ব্যবহার করার সিদ্ধান্তে ফেসবুকে ক্ষোভ করে একটি স্ট্যাটাস দিয়েছেন গুণী এই অধ্যাপক। আসিফ নজরুলের স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:

‘২০১৪ সালে আমরা দেখেছি রাজনৈতিক দলকে বাদ দিয়ে নির্বাচন। ২০১৮ সালে দেখলাম ভোটারদের বাদ দিয়ে নির্বাচন। আমরা আশঙ্কা হয়, আগামী দিনে যে নির্বাচন হবে, তা হবে মানুষকে বাদ দিয়ে। কারচুপি করা হবে যন্ত্র দিয়ে, ইভিএম দিয়ে। কারচুপি হয়েছে এটা বলার সুযোগও বোধহয় থাকবে না বাংলাদেশে। সব পরিকল্পনা অবশ্য সবসময় সফল হয়না। এ আশায় থাকি আমরা।’