নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে দেখা যায়, অন্য দিনের তুলনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্তি উপলক্ষে সোমবার নয়াপল্টনে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। এজন্য পুলিশের অনুমতি চাইলেও বেলা ১১টা পর্যন্ত অনুমতি দেয়া হয়নি।
বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ বলেন, দলীয় অফিসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শেষ পর্যন্ত সমাবেশ করতে দেবে কি না বলতে পারছি না।