নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

র্মীয় উসকানিমূলক তথ্য প্রচারের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানও এ মামলার আসামি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক অর্ণব বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেছেন।
শনিবার রাতে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, বৃহস্পতিবার রাতে মামলাটি করা হয়। ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। মামলাটি করা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৬, ২৯ ও ৩১ ধারায়। নুর ও রাশেদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, নুর ও রাশেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উসকানিমূলক তথ্য প্রচার করেছেন। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন ধরনের মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করেছেন।
প্রসঙ্গ, ২২ ডিসেম্বর দুপুরে ডাকসুর ভিপি নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালান মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা। ওই হামলায় নুরসহ অন্তত ৩৪ জন আহত হন। এ ঘটনায় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের ৩৭ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৪৩ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন ভিপি নুর।
পরে নুর ও তার সমর্থকদের বিরুদ্ধে চুরি ও ছিনতাইয়ের অভিযোগে মামলা করা হয়।