এবার ভিপি নুরের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

অবৈধ জনতাবদ্ধ হয়ে ডাকসু ভবনে অনাধিকার প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে মারধর ও চুরির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫/২০ জনকে আসামি করে শাহবাগ থানায় মামলা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়েরর শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্র ও সাব্বির গোপালগঞ্জের কোটালীপাড়া থানার এনামুল হকের ছেলে ডিএম সাব্বির হোসেন বাদী হয়ে বুধবার (২৫ ডিসেম্বর) মামলাটি দায়ের করেছেন।
এর আগে, ডাকসুর ভিপি নুরুল হক নুর ও তার সঙ্গীদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় করা মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। শাহবাগ থানার এসআই শরিফুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। হস্তান্তর করায় এখন থেকে এই মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করবে ডিবি। এর আগে, সোমবার শাহবাগ থানার এসআই মোহাম্মদ রইচ উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। মামলার আসামি করা হয় ৪৩ জনকে। এর মধ্যে মুক্তিযুদ্ধ মঞ্চের ৮ জনের নাম উল্লেখ করা হয়।
নতুনসময়/আইকে