ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


সনজিত-সাদ্দামকে গ্রেফতার না করলে আন্দোলনের হুঁশিয়ারি


২৬ ডিসেম্বর ২০১৯ ০৬:৪৫

ডাকসুর ভিপি নুরুল হক নুরুসহ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেনকে গ্রেফতার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ‘সাধারণ ছাত্র অধিকার পরিষদ’। বুধবার (২৫ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক সংবাদ সম্মেলনে সাধারণ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান এ হুঁশিয়ারি দেন।

রাশেদ খান বলেন, ছাত্রলীগের সনজিত ও সাদ্দামের নেতৃত্বেই ডাকসুর ভিপি নুর ও তার সহযোদ্ধাদের ওপর হামলা হয়েছে। তাই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। তিনি বলেন, ঢামেকে চিকিৎসাধীন জুয়েল, সোহেল, ফারাবীসহ অনেকেরই শারীরিক অবস্থার অবনতি হয়েছে। অথচ চিকিৎসক ও ঢাকা মেডিকেলের পরিচালক সবাই তাদের আশঙ্কামুক্ত বলে দাবি করছেন, যা দুঃখজনক।

নতুনসময়/আইকে