ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


ডাকসুতে হামলা: যা বললেন ওবায়দুল কাদের


২৪ ডিসেম্বর ২০১৯ ২৩:৫০

ডাকসু হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক এবং সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে প্রেস ব্রিফিং এ তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ডাকসুতে যে হামলা হয়েছে তা নিন্দনীয়। হামলার সঙ্গে যারাই জড়িত হোক শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দলের পক্ষ থেকে এ হামলায় তীব্র নিন্দা জানাচ্ছি। এ ধরণের ঘটনায় সরকার অবশ্যই বিব্রত হয় উল্লেখ করে তিনি বলেন, তবে কোনো ঘটনাতেই সরকার নির্বিকার থাকেনি। ঘরের লোক দলের লোকের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হচ্ছে। অনুপ্রবেশকারীরাও অনেক সময় অবাঞ্ছিত ঘটনা ঘটায়। সার্বিক বিষয়গুলো সিরিয়াসলি দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ মঞ্চ সরাসরি আমাদের দলের সঙ্গে জড়িত নয়। মঞ্চের একজন ছাত্রলীগ থেকে বহিষ্কৃত। এ ধরনের নিন্দনীয় ঘটনা যারা ঘটায় তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিষয়টা শেয়ার করেছি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এটি দেখার কথা, তারা কি ব্যর্থ কিনা, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মন্ত্রীসভার বৈঠকে বিষয়টি শেয়ার করেছি। এ ধরনের ঘটনা যারা ঘটায় তাদের বিষয়ে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীর দেখা উচিত। সে যেই হোক। অপকর্মকারীদের আমরা অপকর্মকারী, অপরাধীকে অপরাধী ও দুর্বৃত্তকারীদের দুর্বৃত্তকারী হিসেবেই দেখব। এখানে কোনো প্রকার ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না ‌। বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতি ছিল কিনা সেটা আমি দেখি না, তারপর সরকারের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে।’

নতুনসময়/আইকে