‘হামলার হোতা সন্ত্রাসী গোলাম রব্বানী গ্রেপ্তার হয়েছে?’

ডাকসু ভিপি নুরকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা এবং এই হামলার হোতা গোলাম রব্বানী গ্রেফতার হয়েছে কিনা সেই প্রশ্ন রেখেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক হ্যান্ডেলে তিনি এ মন্তব্য করেন। ইমরান এইচ সরকার বলেন, ‘দুর্নীতির দায়ে বহিস্কৃত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর গতকালের বক্তব্য দেখলাম। তার সাফ কথা, নুর আহত নাকি নিহত, ইট ডাজেন্ট ম্যাটার। বরং যারা এই ন্যক্কারজনক হামলা করেছে তারা ঠিক কাজ করেছে।’
পোস্টে ইমরান আরও উল্লেখ করেন, ‘এই বক্তব্য থেকে কি পরিস্কার নয় যে গতকাল নুরদের হত্যার উদ্দেশ্যেই এই হামলা করা হয়েছিল এবং এই হামলার মূলহোতা গোলাম রব্বানী? এই সন্ত্রাসীকে কি এখনো গ্রেফতার করা হয়েছে?’ এর আগে রবিবার ডাকসু ভবনে হামলার শিকার হন ভিপি নুরুল হক নূর। তিনিসহ আহত হয়েছেন তার অন্তত ১৫ সঙ্গী। হামলার সময় মুক্তিযুদ্ধ মঞ্চের ব্যানারে ছাত্রলীগের নেতা-কর্মীদের তৎপর দেখা গেলেও মুক্তিযুদ্ধ মঞ্চ কিংবা ছাত্রলীগ কেউই দলগতভাবে এই হামলার দায় স্বীকার করেনি।
নতুনসময়/আইকে