ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


শামীম ওসমান এলাকার জনগনের কথা চিন্তা করেন- ফাইজুল ইসলাম


২৩ ডিসেম্বর ২০১৯ ১২:২১

ছবি সংগৃহীত

দীর্ঘ দিনের দুরর্ভোগ থেকে মুক্তির লক্ষে হাজীগঞ্জ ওয়াবদার পুল হতে কুতুবপুর সমাজ কল্যান সংঘ পর্যন্ত (কুতুবপুর ওয়াবদা রোড) এর রাস্তার পূর্ননির্মান কাজের শুভ উদ্ধোধন করা হয়। রবিবার সকাল ১০টায় এম পি শামীম ওসমানের পক্ষে রাস্তার পূননির্মান কাজের শুভ উদ্ধোধন করেন ফতুল্লা থানা যুবলীগের সাধারন সম্পাদক অলহাজ্ব ফাইজুল ইসলাম। এর পূর্বে মোনাজাতের মাধ্যেমে দোয়া করা হয় এবং মাটি কেটে রাস্তার পূর্ননির্মান কাজের শুভ উদ্ধোধন করা হয়।
এসময় ফাইজুল ইসলাম বলেন, আমার নেতা উন্নয়নের রূপকার, মাটি ও মানুষের নেতা এ.কে.এম শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনের প্রতিটি এলাকার আনাচে কানাচে যতো রাস্তা ঘাট আছে তা সংস্কার করে দিয়েছে, এখন আর কেউ বলতে পারবেনা কোন রাস্তা বাংঙ্গা আছে। তিনি নির্বাচনের আগে বলেছিলেন এবার আমি পূনরায় এমপি হলে আর কোন সমস্যা থাকবেনা, তারই প্রতিফলন কুতুবপুর ওয়াবদা রোডের এই রাস্তার পূর্ননির্মান কাজ। শামীম ওসমান সাধারন মানুষের কথা চিন্তা করেন কি করে তার এলাকার জনগন শান্তিতে বসবাস করতে পারে,কারো যেনো কোনো দূর্ভোগ পেতে না হয়। শামীম ওসমানের জন্য দোয়া করবেন তিনি যেন সুস্থ্যথাকতে পারেন এবং আপনাদের এবাবেই সেবা করে যেতে পারেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার নুর মোহাম্মদ, থানা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মনির হোসেন, শহিদুল ইসলাম, মীর মজিবর রহমান, সাবেক মেম্বার আহসান উল্লাহ, মীর হেদায়েত উল্লাহ, মীর দিলদার হোসেন, সেলিম মিয়াজি, মানিক হোসেন, জসিম মিয়া, মীর রিপন, আবু খালেদ রিপন, নজরুল ইসলাম, রাকিব হোসেন বাবু, কাজি সাগর, ইউসুফ বেপারী প্রমূখ।