ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


প্রধানমন্ত্রীকে সতর্ক থাকতে বললেন আলাল


২১ ডিসেম্বর ২০১৯ ০৯:৫৯

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার উদ্দেশ্যে করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘মু‌ক্তি‌যুদ্ধ মন্ত্রী পাকিস্তানের এজেন্ট কিনা, পাকিস্তানপ্রেমী কিনা, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয় কিনা, আপনার বাবার (শেখ মুজিব) ব্যাপারে আপনার যে প্রশ্ন, ষড়যন্ত্রকারীরা সেই একই ঘটনা ঘটায় কিনা, এসব ব্যাপারে আপনি সতর্ক থাকুন। আপনি ভালো থাকুন। আপনি ভালো থাকলে ভালো চিন্তা আসতে পারে।’

তিনি বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেছেন, ‘পাকিস্তানের করা তালিকা প্রকাশ করা হয়েছে’। আর একইদিন প্রধানমন্ত্রী বলেছেন, ‘পাকিরা যেখানে থাকবে সেখানে ষড়যন্ত্র করবে’। তাহলে তো পাকিস্তানের বড় এজেন্ট মুক্তিযুদ্ধ মন্ত্রী। শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে ‘মুক্তিযুদ্ধের চেতনা এবং আজকের বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাজাকারের তালিকার কথা উল্লেখ করে আলাল বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আমরা কোনও রাজাকারের তালিকা দেইনি। আমরা দিয়েছি ৭২ থেকে ৭৪ পর্যন্ত দালাল আইনে যাদের নামে মামলা হয়েছে সেই তালিকা’। এটা হ‌লে তো আরও বড় ভয়ঙ্কর অপরাধ।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘৭-৮ বছর আগে থেকে আমি বলছি আপনার পাশে ইনু, মেনন, এইচ টি ইমাম, মতিয়া চৌধুরীরা আছেন। এরা কখন কী করে বসবে আপনি টেরও পাবেন না। সেই অবস্থা দাঁড়িয়েছে কিনা তা মুক্তিযুদ্ধ মন্ত্রীকে দিয়ে আবার নতুন করে দেখেন। কারণ তিনি মোস্ট সিনিয়র ক্যাবিনেট মেম্বার। এই দুষ্টদের সংসার নিয়ে চিন্তা করতে করতে দেশটাকে আকামের কারখানা তৈরি করেছেন। আমরা চাই দেশটা আকামের কারখানা থেকে ভালো জায়গায় আসুক। তাহলে যে কয়দিনই হোক- বেগম খালেদা জিয়া জেলে থেকেও শান্তি পাবে আর আমরা আইনের দিক দিয়েই হোক রাজপথে নেমেই হোক দুদিকেই উৎফুল্ল হতে পারব।’

আয়োজক সংগঠনের উপদেষ্টা ড. কাজী মনিরুজ্জামান মনির সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এছাড়াও দলটির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, বিলকিস ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য দেন।

নতুনসময়/আইকে