সরকার সব ধরণের মানবাধিকার লংঘন করছে: ফখরুল

বর্তমান সরকার শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য সবধরনের মানবাধিকার লংঘন করছে। রাজনৈতিক ভিন্নমতের কারনে বিএনপির ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আজ মঙ্গলবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারনেই খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে। জামিন না দিয়ে মানবাধিকার লংঘন করা হচ্ছে। বিএনপি এ মুহুর্তে সংঘাতে যেতে চায় না। সব দরজা বন্ধ করে সমস্যা সমাধান সম্ভব নয়।’
ফখরুল আরও বলেন, খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ দিতে হবে। অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন। অন্যথায় জনগণ ক্ষমা করবে না।
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের সাথে বিএনপিকে জড়িয়ে ভারতে লোকসভায় বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব। নাগরিকত্ব আইন পাশ হওয়া ক্ষোভও জানান তিনি।