ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


শহিদুল আলমকে ডিভিশন দেয়ার নির্দেশ


৫ সেপ্টেম্বর ২০১৮ ২১:৩৫

ভিত্তিহীন সংবাদ প্রচারের মাধ্যমে শিক্ষার্থীদের আন্দোলনকে উস্কে দেওয়ার অভিযোগে আটক হওয়া শহিদুল আলমকে ডিভিশন দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (০৫ সেপ্টেম্বর) বিচারপতি বোরহানউদ্দিন ও বিচারপতি মোশ্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।

এর আগে শহিদুল আলমের ডিভিশন চেয়ে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করেন তার আইনজীবী। ওই আদালত তাকে ডিভিশন দেয়ার নির্দেশ দিলেও তা কার্যকর না হওয়ায় বুধবার হাইকোর্টে রিট আাবেদন করেন ব্যারিস্টার সারা হোসেন।

মঙ্গলবার শহিদুলের জামিন শুনানিতে বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি খোন্দকার দিলুরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ বিব্রত বোধ করায় তৃতীয় বেঞ্চে শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন জানান শহিদুল আলমের আইনজীবীরা।

এসএমএন