ঢাকা বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


কঠোর নিরাপত্তায় কারাগারে খালেদার বিচার


৫ সেপ্টেম্বর ২০১৮ ২০:২৬

কঠোর নিরাপত্তার মাধ্যমে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচার সম্পন্ন করতে পুরাতন ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারের আদালত বসছে।

বুধবার (৫ সেপ্টেম্বর) পুরাতন কেন্দ্রীয় কারাগারের বিশেষ আদালতে শুরু হচ্ছে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানি।

শুনানিকে কেন্দ্র করে পুরাতন কারাগারের সামনের দোকানপাটসহ গোটা সড়কে যান চলাচল বন্ধ করে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

টহলরত এক পুলিশ কর্মকর্তা জানান, আদালতের কার্যক্রমকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সড়ক দিয়ে যাওয়া প্রত্যেক পথচারীর শরীর তল্লাশি করা হচ্ছে। এছাড়া কোনো রিকশাও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কারাগারে পাশের রাস্তায়।

এ মামলায় সাক্ষ্য দিয়েছেন মোট ৩২ জন সাক্ষী। ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা করা হয়। এ ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে এ মামলা করেছে দুদক।

আরআইএস