মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেফতার

জুলাই-আগস্ট গণহত্যায় পরোয়ানাভুক্ত আসামি মিরপুরের সাবেক ডিসি (পুলিশ সুপার) জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার বিষয়টি নিশ্চত করে জসিম উদ্দিনের আইনজীবী কাজী ইলিয়াসুর রহমান বলেন, তাকে রংপুর থেকে গ্রেফতার করা হয়েছে। কারাগারে ডিভিশন চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করা হবে।
জানা গেছে, জসিম উদ্দিনকে রংপুর থেকে ট্রাইব্যুনালে আনা হচ্ছে। তার বিরুদ্ধে ১৫০ জন মানুষকে হত্যার অভিযোগ আনা হয়েছে। এই প্রথম জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে গ্রেফতার কাউকে ট্রাইব্যুনালে নেয়া হচ্ছে।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, জসিম উদ্দিন জুলাই-আগস্ট গণহত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। তার বিরুদ্ধে আন্দোলনের সময় মিরপুর অঞ্চলের ডিসি থাকা অবস্থায় আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে। আজকেই তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে।
এর আগে গত ১৩ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে মো. জসীম উদ্দীনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।