ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর গুলি, আওয়ামী লীগ নেতা গ্রেফতার


২৯ অক্টোবর ২০২৪ ০৮:৩৪

ফাইল ফটো

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের মামলায় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

 

সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম খানকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কুমড়াকান্দি এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

 

গত ১৮ জুলাই রাজবাড়ী জেলা শহরস্থ বড়পুল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বৈষম্যবিরেধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাজীব মোল্লা বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলায় এজাহারভুক্ত আসামি শহিদুল ইসলাম খানকে গ্রেফতার করা হয়।

 

গোয়ালন্দ থানা পুলিশ ওয়ারেন্ট ভুক্ত আসামি শহিদুল ইসলাম খানকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।