ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


সব মামলায় সাবেক মন্ত্রী সাবের হোসেনের জামিন, কারামুক্তি বাধা নেই


৮ অক্টোবর ২০২৪ ১৮:১২

ফাইল ফটো

খিলগাঁও থানার চার ও পল্টন থানার ২ মামলায় জামিন পেয়েছেন সাবের হোসেন চৌধুরী। এর মধ্যে খিলগাঁও থানার দুটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। আর পল্টন থানায় ১টি হত্যা ও ১টি হত্যা চেষ্টা মামলায় জামিন পেয়েছেন। 

মঙ্গলবার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত খিলগাঁও থানার  জামিনের আদেশ দেন। পল্টন থানার দুটি মামলার আদেশ দেন বিচারক জিয়াদুর রহমান।

 

সাবের হোসেনের আইনজীবী মোর্শেদ আলম শাহীন বলেন, সাবের হোসেনের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় কারা মুক্তিতে বাধা নেই 

 এর আগে রোববার (৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

সোমবার (৭ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তার জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গুলিতে মকবুল নামের এক বিএনপিকর্মীর মৃত্যুর ঘটনায় করা মামলায় আজ পাঁচ দিনের রিমান্ড চলাকালে তাকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক নাজমুল হাছান আদালতে একটি প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদনে তিনি উল্লেখ করেন,  জিজ্ঞাসাবাদে সাবের হোসেন চৌধুরী কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারছেন না। কথোপকথনে জানা গেছে যে, তিনি শারীরিকভাবে অসুস্থ ও হৃদরোগে আক্রান্ত। তার হার্টে তিনটি রিং পরানো হয়েছে। বর্তমান শারীরিক পরিস্থিতিতে পুলিশ হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করে আশানুরূপ তথ্য পাওয়া যাবে না। সেজন্য আদালতের নির্দেশ মোতাবেক পুলিশ ৫ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ না করে আদালতে পাঠায়।