ঢাকা সোমবার, ৬ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১


ড. ইউনূসের আবেদনের শুনানি ঈদের ছুটির পর : হাইকোর্ট


২১ জুন ২০২৩ ১৯:৪৭

শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের আবেদনের শুনানি ঈদের ছুটির পর হবে বলে জানিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২১ জুন) বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ কথা জানান।

এর আগে, সকালে ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন শ্রম আইন লঙ্ঘনের মামলায় গঠন করা অভিযোগ বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন।

গত ৬ জুন শ্রম আইন লঙ্ঘনের দায়ে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করার মধ্যদিয়ে মামলার বিচারকাজ শুরু হয়। ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা ওই আদেশ দেন।

মামলায় অপর তিন বিবাদী হলেন- গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও শাহজাহান।

উল্লেখ্য, ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা করে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ঢাকার তৃতীয় শ্রম আদালতে এ মামলা করেছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান।