মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৬

চলমান মাদকবিরোধী অভিযানে মাগুরায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২ সেপ্টেম্বর) রাত থেকে সোমবার (৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ রয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, ১৬ জনকে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতে চালান দেওয়া হয়।
মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার তরিকুল ইসলাম।
একেএ