ঢাকা বুধবার, ১৫ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১


শহিদুল আলমের জামিন শুনানি আগামীকাল


৩ সেপ্টেম্বর ২০১৮ ২১:৪২

শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবীর আন্দোলনে গুজব ছড়ানো ও উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া আলোকচিত্রী শহিদুল আলমের জামিনের শুনানির জন্য মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দিন ধার্য করেছেন আদালত।

রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৩ সেপ্টেম্বর) বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির এ দিন ধার্য করেন।

আদালতে শহিদুল আলমের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার সারা হোসেন। আর রাষ্ট্রপক্ষে সময় আবেদন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহিউদ্দিন দেওয়ান।

পরে সারা হোসেন গণমাধ্যমকেবলেন, শহিদুল আলমের পক্ষে জামিনের আবেদন হাইকোর্টের কার্যতালিকায় থাকায় অনুরোধ করা হয়েছে এ আবেদন যেন একটু আগে শুনানি করা যায়। আবেদনের শুনানিতে অ্যাটর্নি জেনারেল নিজেই চেয়েছেন সে কারণে আবেদনটি মঞ্জুর করে মঙ্গলবার পর্যন্ত সময় দেন।

পাশাপাশি রাষ্ট্রপক্ষকে এটাও বলা হয়েছে, যেহেতু এ আবেদনটির ফাইল ৬ দিন পড়ে আছে, এ ব্যাপারে তাদের কোনও কথা থাকলে সেটা লিখিত আকারে আদালতে দাখিল করতে পারেন।

এসএমএন