আইনের মাধ্যমে সিনহাকে দেশে আনা হবে: আইনমন্ত্রী

রাজধানীর ‘বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে’ জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার ‘সফটওয়্যার ও অ্যাপস’ উদ্বোধন কালে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে আইনের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে তিনি এ মন্তব্য করেন।
আনিসুল হক বলেছেন, সিনহার ড্রিমগুলো ভেঙ্গে যাওয়ায় আহাজারি করছেন। তার বাংলাদেশের প্রতি কোনও আনুগত্যবোধ নেই, সেটাই বোঝা যাচ্ছে। শুধুমাত্র রাজনৈতিক আশ্রয় পাওয়ার জন্য তিনি বিদেশে বসে মিথ্যা কথা বলছে।
আরপিও সংশোধনীর বিষয়ে মন্ত্রী বলেন, ‘আরপিও সংশোধনীর জন্য নির্বাচন কমিশন থেকে যে প্রস্তাব পাঠানো হয়েছে তা আমরা পেয়েছি। এগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে।
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আনিসুল হক বিকল্প বিরোধ নিষ্পত্তি ও টোল ফ্রি কলসেন্টার সার্ভিসের মাধ্যমে আইনি সহায়তা প্রদানের পরিসংখ্যান তুলে ধরেন।
তিনি বলেন, ‘ঘরে বসে আইন সহায়তা পাওয়ার বিষয়টি এক সময় স্বপ্ন ছিল সেটা এখন বিনামূল্যে দেওয়া হচ্ছে।
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উপরিচালক আবিদা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন সচিব আবু সালেহ শেখ জহিরুল হক, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক জাফরোল হাছান, সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হক প্রমুখ।
এসএমএন