ঢাকা সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


যুক্তরাষ্ট্রে সিনহার বাড়ি, তদন্ত শুরু


২ অক্টোবর ২০১৮ ০৪:১৪

যুক্তরাষ্ট্রে অর্থপাচারের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে তদন্ত শুরু করে দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

সোমবার (১ অক্টোবর) দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব ভট্টাচার্য সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে অর্থ পাচার ও নিয়ম বহির্ভূতভাবে যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার অভিযোগ রয়েছে।

অভিযোগে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে নগদ দুই লাখ ৮০ হাজার মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় দুই কোটি ৩০ লাখ টাকায় চার হাজার বর্গফুটের বাড়ি ক্রয়, বিদেশে অর্থপাচার এবং বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে রয়েছে।

অর্থ পাচারের এমন অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধানকে।

দুদক মহাপরিচালক মনিরুল ইসলাম বলেন, ‘আগে অনুসন্ধান প্রমাণিত হওয়া জরুরি। প্রমাণিত হতে হলে সেটি আইনের যে গতি আছে সেটার ভিত্তিতেই চলবে। কাকে আনা হবে বা ধরা হবে সেটিতো এখন আলোচ্য বিষয় নয়।

এর আগে পদত্যাগী প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার জড়িত থাকার প্রমাণ পায় দুর্নীতি দমন কমিশন। প্রভাব খাটিয়ে একাধিকবার দুইটি প্লটের এলাকা ও আয়তন বদলাতে রাজউককে বাধ্য করেছেন বলেও তথ্য পায় দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠানটি। এছাড়াও সংরক্ষিত কোটায় নিজের ভাইয়ের নামে বরাদ্দ প্লটের মালিকানা পরে নিজের নামে দেখিয়েছেন বিচারপতি সিনহা।

এমএ