ঢাকা মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১


দুদকের তলবে সময় চান ডিআইজি মিজান


৩০ সেপ্টেম্বর ২০১৮ ২৩:৩৮

ডিআইজি মিজান

অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান ও তার স্ত্রীকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলব করা হলে অসুস্থতার কারণ দেখিয়ে ২জনেই সময় চেয়েছেন।

রোববার (৩০ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য নতুনসময়কে তথ্যটি নিশ্চিত করেন। এর আগে গত ২০ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারি ডিআইজি মিজান ও তার স্ত্রীকে তলব করে নোটিশ পাঠান।

জানা যায়, নামে-বেনামে ডিআইজি মিজানের শতকোটি টাকার সম্পদ রয়েছে বলে অভিযোগ আছে দুদকের আছে। সেই অভিযোগ যাচাই-বাছাইয়ের অংশ হিসেবে দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারিকে ১০ ফেব্রুয়ারি অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

প্রাথমিক অনুসন্ধানে ডিআইজি মিজানুর রহমানের নামে ৪৬ লাখ ৩২ হাজার ১৯১ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ পাওয়া গেছে। তার স্ত্রীর নামে পাওয়া গেছে ৭২ লাখ ৯০ হাজার ৯৫২ টাকার সম্পদ। যে সম্পদগুলো প্রকৃত আয় ও হিসাবের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হওয়াতে দুদক তাদের তলক করে।

এসএমএন