ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


রাস্তায় মানুষ পেটানো সেই কাউন্সিলরের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ


১০ এপ্রিল ২০২০ ০৬:২০

জরুরি প্রয়োজনে রাস্তায় বের হওয়া মানুষকে নির্যাতন করায় টাঙ্গাইল পৌরসভার ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর আমিনুর রহমান আমিন বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী জে আর খান রবিন ই-মেইলের মাধ্যমে এই নোটিশ পাঠান। ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শক, টাঙ্গাইলের পুলিশ সুপার, টাঙ্গাইল সদর থানার ওসি এবং পৌরসভার মেয়রকে বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

এর আগে গত মঙ্গলবার কাউন্সিলর আমিনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপরই সমালোচনার ঝড় উঠে। ভিডিওটিতে দেখা যায়, আমিন দলবলসহ বাজারে গিয়ে লোকজনকে কোন কিছু জিজ্ঞেস না করেই মোটা লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছেন।

আইনজীবী রবিন বলেন, কাউন্সিলর জনপ্রতিনিধি হয়ে আইন নিজের হাতে তোলে নিয়েছেন। করোনার মধ্যে মানুষকে বুঝানোর পরিবর্তে নির্যাতন করে তিনি ফৌজদারি অপরাধ করেছেন। তার নির্যাতনের শিকার হয়ে স্থানীয় লোকজন মুখ খোলার সাহস পাচ্ছে না। তাই একজন সচেতন নাগরিক হিসেবে এ নোটিশ পাঠিয়েছি।