ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


আদালতে তোলা হচ্ছে খালেদা জিয়ার জামিন আবেদন


১৯ ফেব্রুয়ারি ২০২০ ২১:৪৪

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) আবারও হাইকোর্টে তোলা হবে খালেদা জিয়ার জামিন আবেদন। এর আগেও আপিল বিভাগ থেকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পাননি তিনি। আজ বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চে আবেদনটি তুলে ধরা হবে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) খালেদা জিয়ার আইনজীবীরা জামিন আবেদনটি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এফিডেভিট করেন।

আইনজীবীরা জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক বেশি খারাপ। এখন হাত নাড়াতেও পারেন না, নিয়ন্ত্রণে নেই ডায়াবেটিস। এমন অবস্থায় বিদেশে নিয়ে চিকিৎসা করানোর কোন বিকল্প নেই। তাই খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নিয়ে চিকিৎসা করানোর কথা উল্লেখ করা হয়েছে জামিন আবেদনে। দুদকের আইনজীবী জানান, আবেদনটিতে প্যারোলের কোন বিষয় উল্লেখ করা হয়নি।