দক্ষিণের ৩১নং ওয়ার্ডের ফলাফল হাইকোর্টে স্থগিত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিল পদের ফলাফল স্থগিত করেছেন হাইকোর্ট।
রোববার (১৬ ফেব্রুয়ারি)এ-সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
এছাড়া, গত ১ ফেব্রুয়ারি নির্বাচিত জুবায়েদ আদেলের পরিবর্তে ১০ ফেব্রুয়ারি ঘোষিত শেখ মুহাম্মদ আলমগীরের কাউন্সিলর পদ আটকে গেল।
নতুনসময়/এএইচ