ঢাকা শনিবার, ৮ই নভেম্বর ২০২৫, ২৫শে কার্তিক ১৪৩২


রেলের ৪ টিকিট কালোবাজারিকে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড


১০ ফেব্রুয়ারি ২০২০ ২৩:২০

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ৬১ আসনের ৪৪টি টিকিটসহ চার কালোবাজারীকে আটক করেছে র‌্যাব। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রবিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কালোবাজারীদের আটক করে এই সাজা দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.বি.এম মশিউজ্জামান।

র‌্যাব ১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক চন্দন দেবনাথ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলো জেলা শহরের মৌড়াইল এলাকার আবু জাহের মিয়ার ছেলে মো. আবু কালাম (২৮), মৃত রাজ্জাক মিয়ার ছেলে মো. আরিফ (২৯), ইনু মিয়ার ছেলে মো. সোহেল মিয়া (২২) ও শহীদ মিয়ার ছেলে মো. হাকিম (৩৫)। তাদের মধ্যে আবু কালামকে ১১ মাস, আরিফকে ১০ মাস, সোহেলকে ৬ মাস ও হাকিমকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

নতুনসময়/আইকে