ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


জামিন পেলেন বেগম জিয়ার আইনজীবী


১৯ ডিসেম্বর ২০১৯ ০৫:৪৬

কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী ব্যরিস্টার কায়সার কামাল অবশেষে জামিন পেলেন। হাইকোর্ট কায়সার কামালকে ছয়মাসের জামিন দিয়েছেন। নিজের জুনিয়র এক আইনজীবীর দায়ের করা প্রতারণার মামলায় কায়সার কামাল গ্রেফতারের পর থেকে কারাগারে ছিলেন। বুধবার (১৮ ডিসেম্বর) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ তাকে ছয় মাসের জামিন দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

উল্লেখ্য, অন্যের স্ত্রীর সঙ্গে সম্পর্ক স্থাপনের অভিযোগে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের বিরুদ্ধে মামলা হয়। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। মামলাটি দায়ের করেন ব্যারিস্টার আতিকুর রহমান নামে অপর এক আইনজীবী। কলাবাগান থানার মামলা নম্বর- ৩।

নতুনসময়/আইকে