আগাম জামিন পেলেন ফখরুলসহ বিএনপির ১২ নেতা

হাইকোর্টের সামনে মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনায় পুলিশের করা মামলায় আগাম জামিন পেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির ১২ নেতা। রবিবার (১৫ ডিসেম্বর) এ সংক্রান্ত আবেদনের প্রেক্ষিতে আদালত এ জামিন দেন।
গত বুধবার ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট এলাকায় ৩টি মোটরসাইকেল পোড়ানো হয়। এ ঘটনায় ওইদিন রাতেই পৃথক দুটি মামলা দায়ের করে শাহবাগ থানা পুলিশ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইলসাম আলমগীর ও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দুই মামলাতেই আসামি করা হয়। একটি মামলায় ৭০ জন ও অপর মামলায় ৬৫ জনকে আসামি করা হয়।
নতুনসময়/আইকে