ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


স্কুল ছাএীকে অপহরণ করে ধর্ষণের পর হত্যা: ৪ জনের ফাঁসি


২৫ সেপ্টেম্বর ২০১৯ ০৫:৫১

মানিকগঞ্জে চতুর্থ শ্রেণির স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ ও হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। ঐ স্কুলছাত্রীর নাম রোমানা আক্তার সে সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজ নগর গ্রামের চান মিয়ার মেয়ে।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- এনামুল (২৪), রমজান (২৫), হাকিম (২৮) এবং ফায়জুল (২৪)। তাদের সকলের বাড়িই ওয়াইজনগর গ্রামে।

মঙ্গলবার দুপুরে দণ্ডপ্রাপ্ত এক আসামির উপস্থিতিতে মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী হোসাইন এই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণী থেকে জানা যায়,২০০৮ সালের ১৬ জুলাই সকাল সাড়ে ৭টার দিকে সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর গ্রামের চান মিয়ার মেয়ে ৪র্থ শ্রেণির স্কুলছাত্রী রোমানা আক্তার ব্র্যাক স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। স্কুলে তার বান্ধবীরা বই খাতা দেখতে পায়। কিন্তু রোমানাকে না পেয়ে বিষয়টি তার বাড়িতে জানায়। পরে স্কুল থেকে ২০০ গজ দুরে নুরুল হক মাস্টারের পাট ক্ষেত থেকে সকাল সাড়ে ৯টার দিকে রোমানার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ছাত্রীর চাচা কদম আলী ওই দিনই সিঙ্গাইর থানায় একটি অভিযোগ দায়ের করে।

তদন্তের পর পুলিশের পক্ষ থেকে সাতজনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ দিন বিচারিক প্রক্রিয়া শেষে মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী হোসাইন সাতজন আসামির মধ্যে চারজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে খালাসের রায় প্রদান করেন।

নতুনসময়/আইকে