ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


ইয়াবাসহ হাতিরঝিল আ.লীগ সভাপতির ছেলে আটক


২৩ সেপ্টেম্বর ২০১৯ ২২:৩৩

ছবি সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল থানা আওয়ামী লীগের সভাপতি শেখ মোহাম্মদ গোলাম রসুলের ছেলে পলককে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে তাকে আটক করা হয়। হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের কাছে তথ্য ছিল ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ মোহাম্মদ গোলাম রসুলের ছেলে পলক ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। এসব অভিযোগের ভিত্তিতে রোববার রাতে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, ইয়াবা ব্যবসার বিষয়ে তাকে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করছি। এছাড়া তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।