ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


বাস খাদে পড়ে তিন অফিসারসহ ১৬ সেনার প্রাণহানি


২৪ ডিসেম্বর ২০২২ ০৮:০৪

ভারতের সিকিমে সেনাবাহিনীর একটি বাস খাদে পড়ে ৩ অফিসারসহ ১৬ সেনা সদস্যের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ সময়গুরুতর আহত হয়েছে আরও চারজন।

শুক্রবার সকালে উত্তর সিকিমের লাচেনে বাসটি খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির সেনাবাহিনীর বিবৃতির বরাতে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছে এনডিটিভি।

এতে বলা হয়, সকালে সিকিমের লাচেন থেকে রে জেমা এলাকায় তিনটি গাড়ির কনভয় নিয়ে থাঙ্গুর দিকে যাচ্ছিল সেনাবাহিনীর বাসটি। পাহাড়ি বাঁকে বাসটি ঘোরাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে গভীর খাদে পড়ে যায়।

তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে আহত ৪ সেনাকে হেলিকপ্টারে করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

জানা গেছে, বাসটিতে ২০ জন সেনা সদস্য ছিলেন। নিহতদের মধ্যে তিনজন অফিসার পদমর্যাদার।

এ ঘটনায় এক টুইটবার্তায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

আইকে