ইরাকে পুলিশের ওপর আইএস’র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯

ইরাকের কিরকুক শহরে পুলিশের ওপর হামলার ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। খবর রয়টার্সের।
রোববার (১৮ ডিসেম্বর) উত্তরাঞ্চলীয় শহরটিতে বোমা ও অস্ত্র নিয়ে চালানো হয় হামলা। আইএস জঙ্গি গোষ্ঠীর সক্রিয়তা রয়েছে অঞ্চলটিতে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, রোববার উত্তরাঞ্চলীয় শহরটিতে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ও গুলি ছোড়ে জঙ্গিরা। এ ঘটনায় আহত হন আরও দুই পুলিশ সদস্য। গত বুধবারও বাগদাদে আইএস’র হামলায় তিন ইরাকি সেনা নিহত হয়।
উল্লেখ্য, ২০১৭ সালের ডিসেম্বরে সিরিয় সীমান্ত এলাকায় আইএস’র পরাজয়ের ঘোষণা দেয় ইরাকি বাহিনী। যেখানে ছিল জঙ্গি গোষ্ঠীটির সবশেষ শক্ত ঘাঁটি।
তবে ধারণা করা হচ্ছে এখনও সিরিয়া ও ইরাকে আইএস’র ৬ থেকে ১০ হাজার সদস্য সক্রিয় রয়েছে। যারা নিয়মিত চালায় চোরাগোপ্তা হামলা।
আইকে