ঢাকা সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


শখ কোথায়!


৩১ আগস্ট ২০১৮ ০০:১৫

ছোটপর্দা কাঁপানো অভিনেত্রী শখ এখন কোথায়? এই ঈদে পর্দায় খুঁজে পাওয়া যায়নি তাকে। কিন্তু কেন? উত্তরটা অনেকেরই অজানা। অনেকেই আবার বলছেন অভিনেতা নিলয়ের সঙ্গে ডিভোর্সের পর থেকেই মিডাতে নিজেকে আড়াল করেছেন শখ।

আসলে শখ কোথায়! টেলিভিশন নাটকে প্রায় দীর্ঘ এক বছর ধরেই শখের উপস্থিতি জোরালো নয়। তাকে নিয়ে মিডিয়া পাড়ায় তেমন জোর ডাকও নেই। নাচের ক্ষেত্রে ঈদের বা বিশেষ দিবসের আয়োজনে শখের উপস্থিতি দেখা গেলেও এবার ঈদে ছিলেন না।

হঠাৎ করে নেই হয়ে যাওয়ার মানে কী? এটা কী শুধুই নিলয়ের সঙ্গে ডিভোর্সের পার্শ্ব প্রতিক্রিয়া? নিলয়তো নিয়মিত অভিনয় করছেন। শখই শুধু অনিয়মিত। শখ হতে পারতেন প্রশংসিত অভিনেত্রী। যেটা ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য জরুরি।

এসএ