ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


রগরগে উত্তেজনাকর সানি লিওনের 'ব্লু হোয়েল’ ভিডিও


৯ সেপ্টেম্বর ২০১৮ ১৮:২২

বলিউড তারকা সানি লিওন মানেই পর্দায় রগরগে উত্তেজনাকর দৃশ্য, আর গ্ল্যামারাস উপস্থিতি। সেই আমেজ নিয়েই নতুন মিউজিক ভিডিওর অপেক্ষায় থাকেন এই গ্ল্যামার গার্ল এর ভক্ত দর্শকরা। 
 
তবে এবারের নতুন গুঞ্জন হলো সানি লিওনের 'ব্লু হোয়েল’ শিরোনামের একটি ভিডিওর ট্রেইলর চলছে ইউটিউবে। 
 
'ব্লু হোয়েল’ ভিডিওটি দেখে সবাই মন করছেন সিএমসি মিউজিক নামে কোন মিউজিক কম্পানির ব্যানারে আসছে । তবে 'ব্লু হোয়েল’ শিরোনাম নিয়ে কোন ভিডিও নিয়ে আসছে বলে এখনো পর্যন্ত  গ্ল্যামার গার্ল এই নায়িকা ঘোষনা দেননি।
 
তবে এটা সত্যিই গুজব নাকি সত্য সেটা প্রমান হবে আর কিছুদিনের মধ্যেই। তার কারন খুব শিঘ্রই সামনে তার কিছু সিনেমার চুক্তি নিয়ে বলবেন তার মধ্যে 'ব্লু হোয়েল’  নিয়ে কিছু আসছে কি না তা তিনিই প্রকাশ করে জানাবেন সবাইকে। 
 
সে পর্যন্ত নতুনসময় পাঠকরা  সানি লিওনের 'ব্লু হোয়েল’ এর এই ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অপেক্ষায় করতে পারেন। 
 
 
 
আরআইএস