ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


জন্ম নিয়ন্ত্রণ পিলের বিজ্ঞাপনে তাসকিন-নায়লা নাঈম


১৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:৩৯

অভিনেতা তাসকিন রহমান ও আলোচিত মডেল নায়লা নাঈম

ঢাকা এ্যাটাক খ্যাত অভিনেতা তাসকিন রহমান ও আলোচিত মডেল নায়লা নাঈম এবার একসঙ্গে দাঁড়াচ্ছেন ক্যামেরার সামনে। একটি জন্ম নিয়ন্ত্রণ পিলের বিজ্ঞাপনে একসঙ্গে দেখা যাবে এই দুই শোবিজ তারকাকে।

এ বিষয়ে নির্মাতা রেদওয়ানুর রহমান রিয়াদ জানিয়েছেন, জিসকা ফার্মাসিটিক্যালসের ইমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ পিল পিউলির বিজ্ঞাপনে অংশ নিচ্ছেন তাসকিন ও নায়লা।

তিনি আরও বলেন, বিজ্ঞাপনের জন্য ইতিমধ্যে তাসকিন ও নায়লা চুক্তি বদ্ধ হয়েছেন।

প্রসঙ্গত, তাসকিন রহমান সম্প্রতি মিশন এক্সট্রিম নামে নতুন আরেকটি চলচ্চিত্রে চুক্তি স্বাক্ষর করেছেন ও নায়লা নাঈম ঠাকুরপো বৌদি এন্ড কিলার নামে একটি স্বল্পদৈর্ঘ্যে কাজ করেছেন।