ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


ফের একসঙ্গে টাইগার-শ্রদ্ধা কাপুর


১৩ ফেব্রুয়ারি ২০১৯ ০২:১৭

ফের একসঙ্গে টাইগার-শ্রদ্ধা কাপুর

অনেক গুঞ্জনের পর অবশেষে নির্মাতারা নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন। ‘বাঘি থ্রি’তে টাইগারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন শ্রদ্ধা কাপুর।

এর আগে ফ্র্যাঞ্চাইজিটির প্রথম কিস্তিতে এই জুটিকে দেখা গিয়েছিল। দুই বছর পর তারা আবারো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন।

এটি প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে শ্রদ্ধার তৃতীয় সিনেমা। এছাড়া এই নির্মাতার ‘ছিছর’ সিনেমাতেও ‘স্ত্রী’খ্যাত অভিনেত্রী কাজ করছেন।

শ্রদ্ধা কাপুর বলেন, আমি ‘বাঘি’ পরিবারে ফিরতে পেরে অনেক আনন্দিত। ‘বাঘি’তে কাজ করার সময়কার মজার কিছু স্মৃতি এখনো আমার মনে পড়ে। এটি সাজিদ স্যারের সঙ্গে আমার তৃতীয়, টাইগারের সঙ্গে দ্বিতীয় ও আহমেদ স্যারের সঙ্গে আমার প্রথম সিনেমা হতে যাচ্ছে। সিনেমাটির স্ক্রিপ্ট অসাধারণ। ‘বাঘি থ্রি’তে কাজ করার সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত।

আহমেদ খান পরিচালিত ‘বাঘি থ্রি’ মুক্তি পাবে ২০২০ সালের ৬ মার্চ। এর আগে ‘বাঘি’তে (২০১৬) শ্রদ্ধা কাপুর ও ‘বাঘি টু’তে (২০১৮) দিশা পাতানি টাইগারের বিপরীতে অভিনয় করেছেন।