ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


অমিতাভ বচ্চনকে শাহরুখের ‘হুমকি’!


১৩ ফেব্রুয়ারি ২০১৯ ০২:০৪

অমিতাভ বচ্চনকে শাহরুখের ‘হুমকি’!

অমিতাভ বচ্চনকে বদলা নেওয়ার 'হুমকি' দিয়েছেন বলিউডের কিং খান। খবরটা শুনেছেন? তাও আবার প্রকাশ্যেই এই হুমকি দিয়েছেন শাহরুখ। আর এই নিয়ে আপাতত বি-টাউনে যত আলোচনা। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে শাহরুখ লিখেছেন, "ম্যায় আপসে বদলা লেনে আ রহা হুঁ, বচ্চন সাব, তৈরি থাকুন"।

শাহরুখের এই টুইটের পাল্টা উত্তর দিতে ভোলেননি বিগ বি অমিতাভ বচ্চনও। তিনি জবাবে লিখেছেন, "আরে ভাই বদলা নেওয়ার সময় তো পার হয়ে গিয়েছে। এখন তো সবাইকে বদলা দেওয়ার সময় এসেছে"।

ব্যাপারটা ঠিক কী? বোঝা গেল না তো? বিষয়া হল ১২ ফেব্রুয়ারি মঙ্গলবার মুক্তি পাওয়ার কথা রয়েছে অমিতাভ বচ্চন-তাপসী পান্নু জুটির ছবি 'বদলা'। যে ছবিটি আজুর এন্টারটেইনমেন্ট ও শাহরুখ-গৌরীর রেড চিলিস এন্টারটেইনমেন্ট যৌথভাবে প্রযোজনা করছেন।

সুজয় ঘোষ পরিচালিত এই 'বদলা' ছবি নিয়ে এভাবে নাটকীয় ভাবে টুইট করেছেন শাহরুখ ও অমিতাভ। পরে অমিতাভ ও তাপসী পান্নুর এই ছবির পোস্টার প্রকাশ করে পাল্টা টুইট করেন শাহরুখ। লেখেন, ''আব মহল কুছ বদলা বদলা সা লাগ রহা হ্যায়।''

পাশাপাশি ছবির আরও একটি পোস্টার প্রকাশ্যে এনেছেন অমিতাভ বচ্চনও। এই 'বদলা' ছবির ট্রেলারও মুক্তি পাওয়ার কথা রয়েছে মঙ্গলবারই।

প্রসঙ্গত, বদলা ছবিটি স্প্যানিস ছবি কন্ট্রাটিয়াম্পো ছবির রিমেক বলে শোনা যাচ্ছে। আগামী ৮ মার্চ মুক্তি পাচ্ছে অমিতাভ-তাপসী'র বদলা ছবিটি।

/এ আই