অভিনেত্রী নাগা কেন আত্মহত্যা করলেন !

আত্মহত্যা করেছেন তেলেগু সিরিয়াল ‘পবিত্র বন্ধন’ ছবির অভিনেত্রী নাগা ঝাঁসি। হায়দরাবাদের শ্রীনগর কলোনিতে মঙ্গলবার তার বাসভবনে আত্মহত্যা করেন নাগা। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।
এতে বলা হয়, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টার দিকে তার ফ্ল্যাটের সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় নাগা ঝাঁসিকে। দ্রুত তাকে সেকান্দারাবাদে গান্ধী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে তিনি মারা গেছেন। ঘটনাস্থল থেকে পুলিশ আত্মহত্যার একটি চিরকুট ও একটি মোবাইলফোন উদ্ধার করেছে। এ নিয়ে আরো তদন্ত করছে তারা।
তবে এ আত্মহত্যার মূল কারণ বলে প্রেমে ব্যর্থতাকেই মনে করা হচ্ছে। নাগা ঝাঁসি গত ৬ মাস ধরে সুরিয়া নামে এক যুবকের সঙ্গে প্রেম করছিলেন। কিন্তু তা মেনে নিতে পারছিল না তার পরিবারের সদস্যরা।
সূত্র বলেছে, এ নিয়ে পরিবারের সদস্য ও তার বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া হয় নাগার। তারপরই তিনি আত্মহত্যা করেন। তবে এখনো নিশ্চিত করে জানা যায় নি কি কারণে তিনি আত্মহত্যা করেছেন।