'প্রহর' নিয়ে আসছেন মুন্না

চিত্রনায়ক মুন্নার নতুন ছবির নাম 'প্রহর'। এরইমধ্যে নতুন এ ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে বলে জানালেন তিনি। সবশেষ ধুসর কুয়াশা ছবিতে চিত্রনায়িকা নিপুণের বিপরীতে দেখা গেছে তাকে।
নতুন ছবিতে তার বিপরীতে কে থাকছে? চিত্রনায়ক মুন্না বলেন, আমার অভিনীত প্রথম ছবি ধূসর কুয়াশা উত্তম আকাশ পরিচালনা করেন। এ ছবির পর প্রহর ছবি নিয়ে হাজির হব আমি। এরইমধ্যে ছবির নাম পরিচালক সমিতিতে লিপিবদ্ধ করেছি। হিসাম মাল্টিমিডিয়ার ব্যানারে খুব শিগগিরই এ ছবির কাজ শুরু হবে।
এ ছবিতে আমার বিপরীতে কে অভিনয় করবে তা চমক হিসেবে শিগগিরই মহরতে জানানো হবে। তবে এটুকু বলব এ ছবির গল্প মৌলিক। আর ছবিটি বেশ বড় বাজেটের। গল্পতে নানা চমক রয়েছে। গানের রেকর্ডিং সামনে শুরু হবে।আমার পাশাপাশি কিছু তারকামুখ ছবিতে অভিনয় করতে যাচ্ছে। ছবির মূল ভাবনা আমার আর আমি ছবিটি নিয়ে বেশ আশাবাদী।