ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


তরুণ নির্মাতাদের নাটক নিয়ে ‘সময় অসময়ের গল্প’


৬ ফেব্রুয়ারি ২০১৯ ০২:১১

তরুণ নির্মাতাদের নাটক নিয়ে ‘সময় অসময়ের গল্প’

বর্তমান প্রজন্মের দর্শকদের বিনোদনের চাহিদা পুরণের লক্ষ্যে সমকালীন গল্প নিয়ে তরুণ প্রজন্মের নাট্যকার এবং পরিচালকদের নির্মিত নাটক নিয়ে এটিএন বাংলায় প্রতি শুক্রবার রাত ৯টায় প্রচার হচ্ছে এক ঘন্টার নাটক।

‘সময় অসময়ের গল্প’ স্লোগান নিয়ে বর্তমান সময়োপযোগী গল্পের নাটকগুলো প্রচার হচ্ছে। আরএফএল প্লাস্টিকস নিবেদিত সাপ্তাহিক নাটকে তরুণ নাট্যকার ও নির্মাতার পাশাপাশি তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনয় শিল্পীরা অভিনয় করছেন।

আরএফএল প্লাস্টিকস এর নিবেদনে বছরব্যাপী নাটক প্রচার উপলক্ষে সোমবার সন্ধ্যায় এটিএন বাংলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজ এর চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। আরএফএল প্লাস্টিকস এর এর হেড অব মার্কেটিং আরাফাতুর রহমান আরাফাত।

এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা পীরজাদা হারুণ, বাস প্রোডাকশনস এর স্বত্ত্বাধিকারী ও নাট্য পরিচালক বি. ইউ. শুভ, নাট্য নির্মাতা রাইসুল তমাল, সাখাওয়াত মানিক প্রমুখ।

বাংলা নাটকের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনাতে সর্বাত্মকভাবে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন অতিথিরা।

/এ আই