ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


এক রাতের বউ সুমনা সোমা (ভিডিও)


২ ফেব্রুয়ারি ২০১৯ ১১:০৯

ফাইল ফটো

সুমনা সোমা। হুমায়ূন আহমেদের নন্দিত নরকের নায়িকা। এছাড়াও সাড়া জাগানো অসংখ্য টিভি নাটক, চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি স্বল্পদৈর্ঘ চলচ্চিত্রে এক ভিন্ন রকম চরিত্রে দেখা গেছে তাকে। কলকাতার রণজিৎ চক্রবর্তী রচিত ‘এক রাতের বউ’ নামের ওই স্বল্পদৈর্ঘ চলচ্চিত্রটি ইউটিউব চ্যানেল এবিসিবাংলা টিভি’তে মুক্তি পেয়েছে।

শর্ট ফিল্মের পুরো ভিডিও দেখতে এখানে ক্লিক করুন...

শর্ট ফিল্ম ‘এক রাতের বউ’-এ একজন স্মাগলারের স্ত্রী সুমনা সোমা। স্বামীর পরকিয়াসহ শারীরিক, মানসিক নির্যাতনের শিকার হন তিনি। এরমধ্যেই গ্রেপ্তার হন ব্যবসায়ী স্বামী। এসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন তদন্তকারী কর্মকর্তা। তারপরই ঘটে অন্যরকম ঘটনা। ভিন্নপথে হাঁটেন সুমনা সোমা।

এই গল্প নিয়েই স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র ‘এক রাতের বউ’। এমদাদুল হক খানের পরিচালনায় এতে অভিনয় করেছেন, নায়ক সাইফ খান। ইতিমধ্যে ‘বন্ধু মায়া লাগাইছে’, ‘কমিশনার’, ‘মধু হই হই বিষ খাওয়াইলা’, ‘প্রেমের কেন ফাঁসি’সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

এছাড়াও এই স্বল্পদৈর্ঘ চলচ্চিত্রে অভিনয় করেছেন, স্নেহা, রুদ্র মিজান ও শরীফ সাব্বির।