ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


অন্তর্জালে ফজলুর রহমান বাবুর গান ‘খোঁপা করে চুল বেঁধো না’ (ভিডিও)


২৯ জানুয়ারী ২০১৯ ০৩:১৫

ফজলুর রহমান বাবুর কণ্ঠে ‘খোঁপা করে চুল বেঁধো না’

অভিনশিল্পীর পাশাপাশি সঙ্গীতশিল্পীও হিসেবে শ্রোতামহলে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছেন ফজলুর রহমান বাবু। বর্তমানে অভিনয়-গান দুটোই সমানতালে চালিয়ে যাচ্ছেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার ‘খোঁপা করে চুল বেঁধো না’ শিরোনামের গানভিডিও নিয়ে দর্শক-শ্রোতামহলে এলেন তিনি।

সম্প্রতি লায়নিক মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে তার কণ্ঠের এই গানটি। প্লাবন কোরেশী’র কথায় গানটির সুর-সঙ্গীতায়োজন করেছেন এস কে সমীর। গানটি নিয়ে ফজলুর রহমান বাবু তার ভালোলাগা প্রকাশ করেছেন। নাট্যপরিচালক মোহন আহমেদের পরিচালনায় গানটির ভিডিওতে মডেল হয়েছেন সাগর আহমেদ ও নিশা চৌধুরী।

নতুন কাজ প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, ‌'আমি অভিনয়ের মানুষ। অনেকেই ভালোবেসে গান করান। আমিও উপভোগ করি। এই গানটি অন্যরকম একটি গান হয়েছে। আশা করছি শ্রোতা-দর্শকরা ভালো মতো গ্রহণ করবেন।'

এর বাইরেও বাবুর কণ্ঠে বেশ কয়েকটি অডিও-ভিডিও গান প্রকাশ পেয়েছে। গান করেছেন সিনেমাতেও।

/এটিএম