অন্তর্জালে এস এস মিউজিক ক্লাবের নতুন গান ‘জল্লাদ’ (ভিডিও)

এস এস মাল্টিমিডিয়া হাউজের ইউটিউব চ্যানেল 'এস এস মিউজিক ক্লাব'-এ এবার মুক্তি পেলো গান 'জল্লাদ'। এতে অভিনয় করেছেন চিত্র নায়ক আসিফ ইমরোজ ও কলকাতার লস্যাময়ি চিত্রনায়িকা পায়েল মুখার্জি।
সিনেমায় কাজের পাশাপাশি তারা দু'জন প্রায়ই মিউজিক ভিডিওতে কাজ করে থাকেন, এরই ধারাবাহিকতায় এবার তারা মডেল হলেন কলকাতার আরেক স্বনামধন্য গায়ক সৌরভের গানের মডেল হিসেবে। বিলিয়ান বিপুর কথায় “জল্লাদ” শিরোনামের গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন কলকাতার অধ্যায়ন ধারা। আর গানটির ভিডিও পরিচালনা করেছেন তরুন পরিচালক ওসমান মিরাজ।
গানটি প্রসঙ্গে চিত্রনায়ক আসিফ ইমরোজ বলেন, পরিচালক ওসমান মিরাজের নির্দেশনায় এর আগেও কাজ করেছি তবে এই কাজটি অনেক ভিন্ন, মিরাজের কাজের ধরনটা একটু আলাদা। আর এবারের কাজটিও ছিল অসাধারণ, চা বাগানের কর্মীদের উপর করা কাজটি আশা করি অসাধারণ লাগবে দর্শকদের।
এদিকে নায়িকা পায়েল মুখার্জি বলেন বাংলাদেশে আমি অনেক গুলো কাজই করে ফেলেছি ইতিমধ্যে তবে এবারের এই মিউজিক ভিডিওটি অনেক আলাদা। আর বিলিয়ান বিপু ভাইয়াতো অসধারণ লিরিক লিখেছেন। আর আমাকে আপনারা একদমই আলাদাভাবে দেখতে পাবেন, এই মিউজিক ভিডিওতে বলতে পারেন কোন মেকআপ ছাড়াই ভিন্ন একটি কাজ করেছি।
পরিচালক ওসমান মিরাজ বলেন গানের শিরোনাম “জল্লাদ” হলেও এটি একদম রোমান্টিক ঘরানার গান। আসাধারণ লিখেছেন আমাদের শ্রদ্ধেয় বিলিয়ান বিপু ভাই, আর অধ্যায়ন ও সৌরভ দুজনেই ছিল অনবদ্য। আশা করি গানটি দর্শকদের ভালো লাগবে।
এস এস মাল্টিমিডিয়া হাউজের কর্ণধার আফরোজা সুলতানা পপি, বলেন আমরা বরাবরই দর্শকদের বিনোদনের কথা মাথায় রেখে কাজ করে চলেছি। আশা করি এবারের কাজটিও আমাদের প্রিয় দর্শকরা পছন্দ করবেন।
গানের কোরিওগ্রাফি করেছেন রোহান এবং বেলাল। আর কস্টিউম ডিজাইন করেছেন রিমু এবং চিত্রগ্রহণ করেছেন মেহেদি রনি। গানটি দেখতে ভিজিট করুন এস এস মিউজিক ক্লাবের ইউটিউব চ্যানেলে।
/এটিএম